খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মেজর সিনহা হত্যা : ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত, বুধবার থেকে শুনানি হাইকোর্টে
  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০

কবে ফিরবেন হাথুরুসিংহে!

ক্রীড়া প্রতিবেদক

ঈদের ছুটিতে গুঞ্জন রটেছিল জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বিষয়টি গুজব বলে জানায়। হাথুরুসিংহে কবে ঢাকায় ফিরবেন তাও জানায় তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের কয়েকটি ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা। ২৬ এপ্রিল থেকে টি২০ সিরিজের ক্যাম্প করার পরিকল্পনা কোচ হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি২০ সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ।

এ বিষয়গুলো নিশ্চিত থাকার পরও হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই বলে বিসিবির অভিযোগ। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। কারণ কোচ হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। ক্রিকেটারদের ছুটি দেওয়া থেকে শুরু করে সহকর্মীদের ব্যাপারেও কোচ পরামর্শ করেন বোর্ড সভাপতির সঙ্গে। এ নিয়ে হাথুরুসিংহের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!