যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেছেন যশোরের ঐতিহ্য ধরে রাখতে খেঁজুরের রস-গুড়ের কোন বিকল্প নেই। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। খেঁজুর গাছ রোপন, রক্ষানাবেক্ষণের পাশাপাশি খেঁজুর গাছ চাষের যাথে যারা সম্পৃক্ত তাদেরকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, এই অঞ্চলের খেঁজুরের রস-গুড়ের ব্রান্ড সারা দেশে ছড়িয়ে দেয়া সম্ভব। এর জন্য সকলের আন্তরিক সহযোগিতা একান্ত দরকার। ২৫ জুন রবিবার সকালে স্বরুপদাহ ইউনিয়নের সঞ্চাডাঙ্গা গ্রামের বেলনবিলের পাড়ে উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ, সাব রেজিস্টার মোস্তাক হোসেন শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুসাব্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, মৃধাপাড়া মহিলা কলেজের উপাধ্যক্ষ আলমগীর সিদ্দিকী, অধ্যক্ষ আবু জাফর, ইউপি চেয়ারম্যান নূরুল কদর, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, আব্দুল হামিদ মল্লিক, এস এম মমিনুর রহমান মমিন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বলসহ স্থানীয় খেঁজুর গাছ চাষী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় সফল খেঁজুর চাষীদের মধ্যে সনদপত্র প্রদান করেন ও খেঁজুর গাছ রোপন করেন।
খুলনা গেজেট/এসজেড