খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়
  গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, কয়েকজন আহত; যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

এসএসসিতে ইংরেজি দ্বিতীয়পত্রে ১ জন বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ২৪৮

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ডের অধিনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইংরেজি দ্বিতীয়পত্রের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর এদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১ হাজার ২৪৮ জন। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইংরেজি দ্বিতীয়পত্রে যশোর শিক্ষাবোর্ডের অধিনে গোটা বিভাগ জুড়ে পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪৯ হাজার ৭৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮২৬ জন। অনুপস্থিত ছিলো ১ হাজার ২৪৮ জন। পরীক্ষায় অংশ না নেয়া পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ছিল ১৪১ জন, বাগেরহাটে ৮২, সাতক্ষীরায় ৯৩, কুষ্টিয়ায় ১৪১, চুয়াডাঙ্গায় ১১৯, মেহেরপুরে ৭২, যশোরে ২১৩, নড়াইলে ৭৬, ঝিনাইদহে ২০৪ ও মাগুরায় ১০৭ জন।

এছাড়া ঝিনাইদহের বেনিপুর পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!