খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  খুলনাসহ ২৫ জেলার সব স্কুল-কলেজ আজ বন্ধ

এপ্রিলেই হবে বাংলাদেশ-ভারত নারী টি-টোয়েন্টি সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ এখনও শেষ হয়নি। এর মধ্যেই নতুন সিরিজের ঘোষণা এলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

এ মাসেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

এর মধ্যে তিনটি ম্যাচ হবে দিবা-রাত্রির। প্রায় এক যুগ পর সিলেটে ফ্লাডলাইটের আলোয় খেলবে মেয়েরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামী ২৩ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল, পরের ম্যাচ ৩০ এপ্রিল। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তৃতীয় ও চতুর্থ ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। এ ম্যাচগুলো হবে দুপুর দুইটায়। পরে ৯ মে শেষ টি-টোয়েন্টি হবে মূল মাঠে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।

জুলাইয়ে এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়, এরপর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবেই আইসিসির এফটিপির বাইরে গিয়ে হচ্ছে সিরিজটি। অক্টোবরে হবে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গত বছরের শেষদিকে বাংলাদেশে এসেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ হারলেও শেষটিতে জয় পায়। ওয়ানডেতে অনেক নাটকীয়তা, বিতর্কের সিরিজটি ড্র করে দুই দল।

বাংলাদেশ সময়: ১৪:৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!