এনআইডির তথ্য বেআইনীভাবে ডিজিটাল প্লাটফর্মে ব্যবহারের মূল হোতা মাহফুজুর রহমান ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে র্যাব ৬ এর একটি টিম। বৃহস্পতিবার দুপুর সোয়া ৩ টার দিকে তাকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৬ এর মুখপাত্র লে: কর্ণেল মোশতাক আহমদ বলেন, ৬ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের স্মারক মূলে জানতে পারেন একটি চক্র এনআইডি সংক্রান্ত অবৈধ অ্যাপস তৈরি করে দেশের নাগরিকদের জাতীয় পরিচয় পত্রের ব্যক্তিগত গোপনীয় তথ্য যাচাই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে জনসম্মুখে প্রকাশ করে আসছে। উক্ত অ্যাপস ব্যবহারের মাধ্যমে এনআইডিধারী সকল নাগরিকের ছবিসহ যাবতীয় তথ্য উপাত্ত যাচাই ও সার্ভার কপি সরবরাহ করার ফলে জাতীয় তথ্য ভান্ডারে রক্ষিত নাগরিকদের তথ্য হুমকির সম্মুখীন হচ্ছে। নাগরিকদের ব্যক্তিগত তথ্যসমূহ উন্মুক্তভাবে যাচাই অব্যাহত করার মাধ্যমে সরকার রাজস্ব হারাচ্ছে এবং কুচক্রী মহল নিজেদের স্বার্থ হসিলের জন্য তা ব্যবহার করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ৩ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অভিযান পরিচালনা করে র্যাব ৬ এর একটি দল। সেখান থেকে মাহফুজুর রহমান ওরফে জুয়েল (২৫) কে গ্র্রেপ্তার করে। ‘এনআইডি কোয়ারী’ অ্যাপসের প্রস্তুতকারী ছিল সে। এ কাজে ব্যবহৃত একটি সিপিইউ, ক্যাবল, মাউস ও একটি মনিটর উদ্ধার করে র্যাব। এ ব্যাপারে আলমনগর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট / আ হ আ