এজাক্স জুট মিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাউছার জামান বাবলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি হযেছে।মঙ্গলবার (২১ মার্চ) শ্রম আদালত এ নির্দেশ দেন। দীঘদিন পালাতক থাকার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা। শ্রমিকদের পাওনা আদাযের দাবিতে শ্রম অধিদপ্তর,খুলনা মিলের চেয়ারম্যনোর বিরুদ্ধে ২০১৫ সালে এ মামলা দায়ের করে।
শ্রম অধিদপ্তর, খুলনা এর সুত্র জানান,মিলের ৬শ ২১ জন শ্রমিকের ১৫ কোটি টাকা পাওনা ছিল। মিলের সিবিএ শ্রমিক কর্মচারিদের প্রাপ্য মজুরী ও উৎসব বোনাস আদায়ের জন্য ২০১৩ সালের ১৪ জুলাই মিল কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়।তারা কোন পদক্ষেপ নেইনি। মিলের সিবিএ একই বছরের ২০ আগস্ট এ ব্যাপারে শ্রম দপ্তরে আবেদন করে। শ্রম অধিদপ্তরের ডাকা ২০১৩ সালের ২৫ আগস্টের বৈঠকে মিল মালিক হাজির হয়নি। শ্রম আইনে ২১০(৭) নং ধারা ভঙ্গ করায় শ্রম অধিদপ্তর শ্রম আদালতে মিল মালিকের বিরুদ্ধ মামলা করে।দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আদারত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে। মিরের শ্রমিক কর্মচারিদের পাওনা ও মিল চালুর লক্ষে বেসরকারী পাট সুতা বন্ত সুতা কল সংগ্রাম পরিষদ, শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় তাতেও কাঙ্খিত ফল হয়নি। এজাক্স জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে।
খুলনা গেজেট/কেডি