খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮
  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

এক্সপ্রেসওয়েতে গণডাকাতি, ধাওয়ায় এক ডাকাতের মৃত্যু

গেজেট ডেস্ক

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গণডাকাতি হয়েছে। ডাকাতি করে পালানোর সময় পুলিশ ও স্থানীয়দের ধাওয়ায় ১ ডাকাতের মৃত্যু হয়েছে। এর আগে ডাকাতদের ছুরিকাঘাতে ২ জন আহত হন। গত রাত ৩টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, নিহত ডাকাতের নাম আব্দুল মালেক ওরফে আব্দুল আলীম (২৯)। তার বিরুদ্ধে ঢাকা, গাজীপুর ও পটুয়াখালীতে ৪টি ডাকাতি মামলা ছিল। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিনাপাল এলাকায়।

স্থানীয়রা জানান, রোববার মধ্যরাত মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে যানবাহনের ধীরগতির সুযোগ নিয়ে এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় সক্রিয় একটি ডাকাত দল ছুরি, রামদা, চাপাতি নিয়ে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারে ডাকাতি শুরু করে। ডাকাতির সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। সেই সময় কেওয়াটখালী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ডাকাতদলের ১ জনকে পড়ে থাকতে দেখা যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ড. মারুফা ইসলাম বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। সম্ভবত স্ট্রোকজনিত কারণে সে মৃত্যুবরণ করতে পারেন। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। আহত দুজন হলেন- মোহাম্মদ হৃদয় (১৭) ও মোহাম্মদ ইমাম হোসেন (১৮)। হৃদয় ও ইমাম ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা।
ডাকাতির ঘটনায় আহত হৃদয় বলেন, রাজধানীর রায়েরবাগ থেকে সিএনজিতে করে মাওয়ায় ঘুরতে আসা ৮ বন্ধু রাত ৩টার দিকে বাসার দিকে ফিরছিলেন। শ্রীনগরের কেওটখালী এলাকায় এলে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল তাদের গতি রোধ করে। সে সময় তাদেরকে মারধর করে মোবাইল ফোন টাকা-পয়সা সব ছিনিয়ে নেয়।

আহত ইমাম হোসেন বলেন, ডাকাত সদস্যের সাথে ধারালো অস্ত্র ছিল। তারা আমাদের চোখের সামনে আরো একটি সিএনজি ও একটি প্রাইভেট কারে ডাকাতি করে। পরে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত মৃত পড়েছিল।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আরো জানান, ডাকাত মালেকের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ডাকাতি ও ইউডি মামলা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!