যশোর শিক্ষাবোর্ড ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে। গোটা দেশের মধ্যে সর্বাধিক পরীক্ষার্থী পাস করেছে এই শিক্ষাবোর্ডে। এবারের পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। যা যশোর শিক্ষাবোর্ডের ইতিহাসে সর্বোচ্চ। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতেও রেকর্ড গড়েছে যশোর বোর্ড। ২০ হাজার আটশ’ ৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
২০২১ সালে এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের দশ জেলা থেকে অংশগ্রহণ করে এক লাখ ২৮ হাজার একশ’ ৬৩ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ ২৫ হাজার সাতশ’ ৪১ জন। অকৃতকার্য হয়েছে মাত্র দু’ হাজার চারশ’ ২২ জন।
যশোর শিক্ষাবোর্ডে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার নয়শ’ ৭০ জন পরীক্ষা দেয়। এরমধ্যে ছেলে ১০ হাজার পাঁচশ’ ৮১ ও মেয়ে আট তিনশ’ ৮৯ জন। পাস করেছে ১৮ হাজার ২১ জন। এরমধ্যে ছেলে নয় হাজার নয়শ’ ৯০ ও মেয়ে আট হাজার ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার তিনশ’ ৮৮ জন। এদের মধ্যে ছেলে পাঁচ হাজার তিনশ’ ৭৬ ও মেয়ে পাঁচ হাজার ১২ জন রয়েছে। মানবিক বিভাগ থেকে ৯১ হাজার নয়শ’ ৮৫ জন পরীক্ষা দেয়। এর মধ্যে ছেলে ৪৫ হাজার ২২ ও মেয়ে ছিল ৪৬ হাজার নয়শ’ ৬৩ জন। পাস করেছে ৯১ হাজার দুশ’ ৩০ জন। এদের মধ্যে ছেলে ৪৪ হাজার পাঁচশ’ ৩৭ ও মেয়ে ৪৬ হাজার ছয়শ’ ৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে আট হাজার পাঁচশ’ ৭৬ জন। এর মধ্যে ছেলে দু’ হাজার পাঁচশ’ ৫২ ও মেয়ে ছয় হাজার ২৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ১৭ হাজার দুশ’ আটজন। এর মধ্যে ছেলে ১০ হাজার একশ’ তিন ও মেয়ে সাত হাজার একশ’ পাঁচজন। এদের মধ্যে পাস করেছে ১৬ হাজার চারশ’ ৯০ জন। তারমধ্যে ছেলে নয় হাজার পাঁচশ’ ৭৯ ও মেয়ে ছয় হাজার নয়শ’ ১১ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার নয়শ’ ১৪ জন। এরমধ্যে ছেলে সাতশ’ ৭৯ ও মেয়ে এক হাজার একশ’ ৩৫ জন রয়েছে। পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। যশোর শিক্ষাবোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে একশ’ ১৬টি কলেজে। একজনও পাস করেনি এমন কলেজ এবার একটিও নেই।
রোববার দুপুর ১২ টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিশ্বাস শাহিন আহমদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমার কুন্ডুসহ গণমাধ্যম কর্মীরা।
খুলনা গেজেট/এএ