১, ২৩,১২—জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে লিটন দাসের রান। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার এই ওপেনারের। অন্যদিকে, ছন্দে নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। বিশ্বকাপের আগমুহূর্তে দলের দুই বিশ্বস্ত ব্যাটসম্যানের ব্যাটে রানের দুর্ভিক্ষ নিশ্চিতভাবেই চিন্তায় ফেলছে টিম ম্যানেজমেন্টকে।
মঙ্গলবার(৭মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন টাইগার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন।
ব্লেসিং মুজারাবানির পরপর তিন বল স্কুপ করার চেষ্টা চালালেন। প্রথম দুটি ব্যাটেই লাগাতে পারলেন না। তৃতীয় বলটা ব্যাটে লাগল ঠিকই কিন্তু সেটি উপড়ে দিলো লেগ স্টাম্প। ২ চারের মারে ১৫ বল খরচায় ১২ রান করে ফিরলেন লিটন। তিন ম্যাচে লিটনের রান মোটে ৩৬।
লিটনের পর তিনে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম ওভারে সিকান্দার রাজার প্রথম বলটাতে রিভার্স সুইপে চার মেরেছিলেন শান্ত। একই ওভারেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ৪ বলে ৬ রান করেছেন। সিরিজের তিন ম্যাচে তার রান ৪৩। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। তানজিদ তামিমের সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
খুলনা গেজেট/এএজে