খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

ইয়াসে ক্ষতিগ্রস্ত উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, শ্যামনগর ও আশাশুনিতে খাবার পানি, ত্রাণ সামগ্রী, শিশু খাদ্য, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার অবিলম্বে বাঁধ সংস্কারে দাবিতে আজ দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা কয়রা-শ্যামনগর-পাইকগাছা উপকূলবাসী এ কর্মসূচির আয়োজক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সাত দিন যাবৎ উপকূলীয় চার উপজেলার এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। অনেক পরিবার নৌকার ওপর বসবাস করছে। নিম্নবিত্ত পরিবার আয়ের সন্ধানে পৈত্রিক ভিটে ছেড়েছে। কয়রার মহারাজপুর, মহেশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর উপজেলার গাবুরা ও আশাশুনি উপজেলার প্রতাপনগরের মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সোমবার থেকে খাবার পানি সরবরাহ বন্ধ করেছে। মানুষ এখন অসহায়ের মধ্যে আছে। কর্মসংস্থানের সুযোগ না থাকায় দু’বেলা অন্ন জুটছে না।

এ কর্মসূচিতে ড. তৌহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, গণমাধ্যম কর্মী কাজী মোতাহার রহমান, সোহরাব হোসেন, আশফাকুর রহমান কাজল, এস কে মুকুল, হাফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, গত ২৬ মে ইয়াস নামক ঘূর্ণিঝড়ে কয়রা, পাইকগাছা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩০টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। গত বছরের ২০ মে আম্ফানে ক্ষতিগ্রস্ত উল্লিখিত এলাকার মানুষ সাত মাস পানিবন্দি ছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!