খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে আজ বেলা ১১টা পর্যন্ত কারফিউ বহাল, ৩ ঘন্টা শিথিলের পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে
  জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ
জলবায়ুর বিরূপ প্রভাব

উপকূলের গ্রামীণ নারীরা বিভিন্ন ধরনের লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটছে। জলবায়ূ পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব এই অঞ্চলে সবচেয়ে বেশি। জলবায়ূ পরিবর্তনের কারণে সাতক্ষীরা জেলায় জলবদ্ধতা, লবণাক্ততা, বন্যাসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার ফলে জলবায়ুর বিরূপ প্রভাবে এলাকার মানুষ বিশেষ করে উপকূলের গ্রামীণ নারীরা বিভিন্ন ধরনের লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে দুর্যোগকালিন সময়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত এক এডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, প্রায় প্রতিবছর কোন না কোন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হয় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল। সিডোর, আইলা, আম্পান ইয়াস, রিমাল তার প্রত্যক্ষ উদাহরণ। এসব প্রাকৃতিক দূর্যোগে সমস্যা বাড়ায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, অবকাঠামো, পানি পয়ঃনিস্কাসন, স্বাস্থ্য খাত এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিরূপভাবে প্রভাবিত হয়। এসব প্রতিকূল প্রভাবের সঙ্গে খাপ খাওয়ে নেওয়ার মত সক্ষমতা বা দক্ষতা এখন ও গড়ে উঠেনি।
এডভোকেসির উদ্দেশ্য ছিল দুর্যোগকালিন সময়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরী করা। স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ ও পরিসেবা নিশ্চিত করা। আশ্রয় ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা এবং জরুরী পরিস্থিতিতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা হ্রাস করা।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রক্ষরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালি, মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) শেখ মহিবুর রহমান প্রমুখ।

সভায় কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদ্জুজামান (তহিদ)। এসময় আরো বক্তব্য প্রদান করেন, প্রান্তিক যুব সংঘের সদস্য ইমতি জামিল, স্বপ্নচূড়া যুব সংঘের সদস্য হালিমা খাতুন, ইয়ূথ এ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।

সভায় আরো উপস্থিতি ছিলেন, ব্রক্ষরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলি, ওয়ান স্টপ ক্রাইসেস সেল (ওসিসি) সাতক্ষীরা সদর হাসপতাল আব্দুল হাই সিদ্দিকী। গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ঈমাম মাহবুবুর রহমান, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, জিডিএফ, সাবেক পৌর কাউন্সিলর সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, নূনগোলা দাখিল মাদ্রাসা সুপার এবিএম হাফিজুর রহমান, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যববৃন্দ। সমগ্র অনুষ্ঠানিটি সঞ্চালনা করেন যুব সদস্য সাকিব হাসান।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!