ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাতে শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিমসহ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
সাতক্ষীরা নিউ মার্কেটটস্থ নোঙ্গর একাডেমির হল রুমে অনুষ্ঠিত স্মরণসভায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের সভাপতিত্বে এবং সাতক্ষীরা শহর ছাত্রদল সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন রাজা, তুহিনুর রহমান তুহিন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, হেলাল হোসেন, ছোট বাবু, মহিউদ্দিন কুরাইশী, মাসুদুল আলম, হেদায়েত কবির হৃদয়, মো ইকবাল হোসেন, তামিম রশিদ, মো আমিনুর রহমান, সালাম, নাফিজ আহমেদ, নাদিম, বিল্লাল, নাহিদ হাসান, সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহবায়ক হাফেজ আমিনুর রহমান।
খুলনা গেজেট/এসএস