খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারাল বাংলাদেশ
  গোপালগঞ্জে কারফিউ চলবে
  গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

সাতক্ষীরা পৌরসভার নিম্মাঞ্চলে জলাবদ্ধতায় ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আষাঢ়ের শেষ ১৫ দিনের টানা বর্ষনে সাতক্ষীরা পৌরসভার নিম্মাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলাগাছের ভেলা, কোথাও আবার কর্কশিটের ভেলা বানিয়ে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকেপড়া লোকজন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার হাজারো পরিবার। একই অবস্থা সৃষ্টি হয়েছে সদর উপজেলার নিম্মাঞ্চলে।

এদিকে পৌর সভার নিম্মাঞ্চলের জলাবদ্ধা নিরসনে সাতক্ষীরার জেলা জলবদ্ধতা নিরসন কমিটির এক সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মাহিনী তাবাসসুম, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের প্রমুখ।

সভায় বক্তারা পৌরসভার নিম্মাঞ্চলের জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল, নদী দখল, দূষণ, অবৈধ স্থাপনা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে তার প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গতঃ সাগরে নিম্মচাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল্লারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!