খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

ঈদের দিন বিএনপির যে কর্মসূচি

গেজেট ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ছাড়া দলটির আর কোনো কর্মসূচি নেই। দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।

তবে রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ‘ফিরোজা‘য় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

এ দুই কর্মসূচি ছাড়া ঈদের তিন দিনের ছুটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেনি সরকারবিরোধী আন্দোলনে মাঠে থাকা দলটি। বিএনপি রোজার মাসে দেশজুড়ে নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল করেছে এবং আন্দোনের নিপীড়ন-নির্যাতনের শিকার, গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের হাতে প্রদান করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার সামগ্রী।

বুধবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঈদের দিন বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন।

আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে তিনি কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এ ধারাবাহিকতা অনুসরণ করছেন।

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে বছরের দু’টি ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে দেখা করেন। এবারো ঈদের দিন রাত ৮টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় চেয়ারপারসনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসীসহ নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!