খুলনায় সড়ক দুর্ঘটনায় মো: রাজু (২৬) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত সোয়া ৭ টার দিকে নগরীর হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গা মোইন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু রূপসা উপজেলার আলিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মোটরসাইকেলযোগে কৈয়া বাজার থেকে খুলনার দিকে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে আঘাত করে। এ সময় মোটরসাইকেল থেকে রাজু নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সে মাটিতে পড়ে যায়। তার মাথায় কোন হেলমেট না থাকায় গুরুতর আঘাতে সে মারা যায়। পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে ।