খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ জিতবে : মার্টিনেজ

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ঘরে তোলার পর ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর মাত্র একটা ধাপ বাকি ইংলিশ জায়ান্ট দলটির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার ইন্টার মিলানের মুখোমুখি হবে। স্বাভাবিকভাবে উড়তে থাকা ম্যানসিটিই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে ১৩ বছর পর ফাইনালে ওঠা ইতালিয়ান ক্লাব ইন্টারও বেশ রোমাঞ্চিত। দলের প্রধান তারকা লাউতারো মার্টিনেজ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আশাবাদী।

সিটির তুলনায় ইন্টার কিছুটা পিছিয়ে থাকলেও, সাম্প্রতিক ফর্ম মার্টিনেজদের অবশ্যই সমীহ জাগাতে বাধ্য করবে। ইন্টারের পক্ষে বাজি ধরার লোক হয়তো খুব কম পাওয়া যাবে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা, জিতেছে বাকি দশটিতে। ইতোমধ্যে তারাও জিতে নিয়েছে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা। ফলে সিটির মতো তাদের সামনেও ট্রেবল জয়ের সুযোগ রয়েছে।

সোমবার উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মিলান অধিনায়ক মার্টিনেজ বলেছেন, ‌‘এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। তারা যে ঘরানার ফুটবল খেলে সেটা আমি সত্যিই পছন্দ করি এবং প্রতিপক্ষ হিসেবে তাদের মোকাবিলা করা খুবই কঠিন হবে। তবে গ্রুপ পর্ব ও নকআউট পর্বে আমরা কঠিন প্রতিপক্ষদেরই মুখোমুখি হয়েছি এবং খুবই ভালো পারফর্ম করেছি।’

ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্রে আত্মবিশ্বাসী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমাদের উপভোগের চেষ্টা করা উচিত, কারণ প্রতিদিন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার সুযোগ মেলে না। আমাদের সবার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হতে যাচ্ছে এটি। এখন যেটা বাকি আছে তা হলো পরিশ্রম করা ও যতটা সম্ভব ভালো খেলা। সেরা দলই জিতবে এবং আশা করি ম্যাচের শেষে আমরা শিরোপা উঁচিয়ে ধরব।’

বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো শক্তিশালী ক্লাবের সঙ্গে একই গ্রুপে ছিল ইন্টার। গ্রুপ রানার্সআপ হিসেবে ইতালিয়ান সিরি-আ’র দলটি নকআউটে ওঠে। এরপর একে একে তারা বিদায় করে এফসি পোর্তো, বেনফিকা ও এসি মিলানকে। সেই ধারবাহিকতায় তারা এবার সিটি বধে প্রস্তুত বলে জানিয়েছেন মার্টিনেজ। বিশ্বকাপে গোল না পেলেও ক্লাব পর্যায়ে ছন্দ দেখিয়ে চলেছেন লাউতারো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ২৮ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন তিনি। ইন্টারের আক্রমণভাগে তার সঙ্গীদের মধ্যে আছেন বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো ও বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।

দুই সতীর্থের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে নিজেকে উজাড় করে দেওয়ার বার্তা দিয়েছেন ২৫ বছর বয়সী ইন্টার অধিনায়ক, ‘তারা ভিন্ন ধরনের খেলোয়াড়। জোকো বল পায়ে রেখে খেলতে পছন্দ করে, সে নিচে নেমে আসে এবং সতীর্থদের সঙ্গে সংযোগ তৈরি করে। অন্যদিকে, লুকাকু সাধারণত ফাঁকা জায়গাগুলো দিয়ে আক্রমণে যায় এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের তার অনুগামী করিয়ে দ্বিতীয় স্ট্রাইকারের জন্য জায়গা তৈরি করে। দুজনের সঙ্গেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং দলের যা প্রয়োজন তাই করি। এদিনের জন্য জায়গা বানাতে যদি আমাকে ফাঁকা জায়গা দিয়ে আক্রমণ করতে হয়, তাহলে আমি এটা সহজেই করতে পারি এবং একই জিনিস রোমেলুর জন্যও প্রযোজ্য।’

ম্যানচেস্টার সিটি ও ইন্টারের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণ চলবে আগামী ১১ জুন। আগের দুই আসরে ভেন্যু পরিবর্তন হলেও, এবারের আসরের ফাইনালটি তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!