পিঠের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোট গুরুতর না হলেও গত শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। বর্তমানে বিশ্রামে আছেন এই অলরাউন্ডার। আগামীকাল (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা, এ ম্যাচেও মাহমুদউল্লাহকে না পাওয়ার ইঙ্গিত দিয়েছেন বর্তমানে দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আবুধাবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সুমন বললেন, ‘রিয়াদের হালকা পিঠের ব্যথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যার কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান অবশ্য এখনো আইপিএলেই আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে আবুধাবিতে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সুমন জানালেন, মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়াটা স্বস্তির খবর। আইপিএল খেলার কারণে সেখানকার কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছেন টাইগার পেসার। সেটি ভাগাভাগি করছেন সতীর্থদের সঙ্গে।
সুমন বলেন, ‘মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেওয়াটা অবশ্যই অনেক বড় ব্যাপার। সে এখানে খেলছিল। এখানকার কন্ডিশনটা কেমন হতে পারে খুব ভালো জানে। আশা করি সাকিবও খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবে। সব মিলিয়ে সবকিছু ভালো যাচ্ছে। আশা করছি এবারের বিশ্বকাপে আমরা ভালো করব।’
সঙ্গে যোগ করেন সাবেক এ অধিনায়ক ‘সবাইকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আমরা ওমানে একটু আগে এসেছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যখন দল সফরে আসে, আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে ক্রিকেটারদের মনোভাব। এখানে দেখে মনে হচ্ছে ছেলেরা খুব আত্মবিশ্বাসী। আমরা মূল পর্বে গেলে সেটা ভিন্ন পরিস্থিতি হবে। তবে তার আগে যে আত্মবিশ্বাসটা দরকার ছিল সেটা দেখতে পাচ্ছি।’
খুলনা গেজেট/ এস আই