যশোরের অভয়নগরে দূর্ঘটনার কবল থেকে রেহাই পেলো ঢাকাগামী নকশী কাঁথা ট্রেন। এ ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও বগি বিকল হওয়ায় চার ঘন্টা বিলম্বে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা ট্রেনটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটি ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার নওয়াপাড়া রেল স্টেশনের অদূরে আলীপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
এসময় রেলের ইঞ্জিন ও একটি বগি অকেজো হয়ে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষের চেষ্টায় চার ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবার রওয়ানা হয়। রেলওয়ের হাবিলদার এনামুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশী কাঁথা ট্রেনটি নওয়াপাড়ার আলীপুর নামক রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। যার ফলে সম্পূর্ণভাবে ট্রাকটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এর ফলে ট্রেনের ইঞ্জিনের বগিসহ দুটি বগি অকেজো হয়ে পড়ে। পরে খুলনা থেকে পাওয়ার ইঞ্জিন এনে চারঘন্টা পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
তিনি আরো জানান, দূর্ঘটনাস্থলে ট্রাকটির চালক বা হেলপারকে পাওয়া যায়নি।
নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা রনি জানান, অল্পের জন্য রেহাই পেয়েছে বাংলাদেশ রেলওয়ের নকশী কাঁথা ট্রেনটি। দূর্ঘটনার পর খুলনা রেলওয়ে স্টেশন থেকে নতুন করে পাওয়ার ইঞ্জিন এনে পুনরায় সেটাকে সংযোজন করে চারঘন্টা বিলম্বের পর ট্রেনটি চালু করা হয়।
খুলনা গেজেট/ এএজে