খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গেজেট ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক পলাশ বলেন, কৃতিত্বের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করে তোলে। জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে যারা সফলতা লাভ করেছেন তারা খুব সহজে সফলতা লাভ করতে পারেনি। সফলতা অর্জনের পথ অনেক কঠিন ও অমসৃন। এসএসসি উত্তীর্ণ মানে প্রথম ধাপ উত্তীর্ণ হওয়া। সফলতার সর্বোচ্চ শিখরে পৌছাতে হলে সাফল্যেও এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষা এখন সময়ের চাহিদা। সবাইকে কারিগরি শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় পারদর্শী হওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) খুলনা অঞ্চলের ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুলের ২০২৩ সালের এসএসসি (ভোক:) পরীক্ষায় শতভাগ সাফল্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুলের প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অব টেকনিক্যাল স্কুল মো: জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, বিসমিল্লাহ প্রোপারটিজ লিমিটেড। ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মো: সাইফুল ইসলাম বলেন, ইউসেপ বাংলাদেশ একটি অসাধারণ কাজ করে চলেছে। তারা দরিদ্র পরিবারের শিশুদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ করে তুলছে।

তিনি মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চলার পথে অনেক বাঁধা আসবে, সে বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিন্নদন জানান।

অনুষ্ঠানে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইউসেপের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তারপরও শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এছাড়াও শিক্ষার্থীদের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে ২ জন কৃতি শিক্ষার্থী তাদের অনভূতি ব্যক্ত করে। পরিশেষে ক্রেষ্ট ও ফুল দিয়ে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!