খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানায়, উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আবু বকস্ মাহমুদের ছেলে কৃষক রবিউল ইসলাম মাহমুদ (৪৬) ধান ক্ষেতের ইঁদুর নিধন করার জন্য নিজের বরিং এর মোটর থেকে চিকন জিআই তার দ্বারা ধান ক্ষেত্রের আইলের চারপাশ ঘিরে রাখে।

শুক্রবার রাত ৮টার দিকে ধান ক্ষেতে যান রবিউল। কিন্তু রাত ১২টার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায় না। ভোরে গ্রামবাসী মিলে আবার তাকে খুঁজতে বের হয়। সকাল ৮টার দিকে তার ভাইপো ইয়াসিন মাহমুদ ধান ক্ষেত্রের আইলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠিয়েছি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!