খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট কুয়েট রোডে অবস্থিত আল-হিরা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার ও বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদপত্র, নগদ অর্থ বিতরণ এবং মাদ্রাসার প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় মাদরাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফুলবাড়ীগেট শাখার এফ এ ভিপি ও শাখা প্রধান মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম আজিজুর রহমান স্বপন ।
প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল ও এটিএন বাংলার ইসলামী আলোচক ও বক্তা মো. এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও কুয়েটের সাবেক কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, মিরেরডাঙ্গা আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ সিহাব উদ্দিন, গিলাতলা খা পাড়া জামে মসজিদের ইমাম হারুনুর রশীদ।
অনুষ্ঠানে খালিশপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশেক পারেজ শিল্পি, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল কবির, দিল আফরোজ, সহকারি শিক্ষক তাহেরা আক্তার, তাহমিনা আক্তার, মাহমুদা আক্তার, নাসিমা আক্তার, নুশরাত জাহান, নুর ইসলাম, জাহিদা আক্তার, হাফেজ মাহমুদ হাসান, তামিম হাসান, আঃ হালিম, তানিয়া, ফারহানা বৃষ্টি, সানজানা আক্তারসহ মাদ্রাসার ম্যানিজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/লিপু/এইচ