খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  নরসিংদীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
  সাতক্ষীরার তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত আরও ১১ জন

সারোয়ার খান কলেজের অধ্যক্ষ হিসেবে আলতাফ হোসেনের যোগদান

নিজস্ব প্রতিবেদক

মোঃ আলতাফ হোসেন দিঘলিয়ার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সরকারি বিধি মোতাবেক তিনি এ নিয়োগ পান। মঙ্গলবার (২ মে) আনুষ্ঠানিকভাবে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অধ্যক্ষ হিসেবে যোগদানের পূর্বে তিনি দীর্ঘদিন যাবত উক্ত কলেজের উপাধ্যক্ষ হিসেবে দক্ষতা, যোগ্যতা এবং সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

অধ্যক্ষ হিসেবে যোগদান করায় তাকে কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

মোঃ আলতাফ হোসেন ১৯৬৮ সালের ১ আগস্ট পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল সোবহান মোল্লা ও মায়ের নাম জোহরা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এম এ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জীবনের সাহিত্য কর্মের উপর এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক।

১৯৯৩ সালের ৮ আগস্ট তিনি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন।

মোঃ আলতাফ হোসেন বাংলাদেশ বেতারের একজন নিয়মিত নাট্যকার, নাট্য শিল্পী, গীতিকার ও কথক। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন।

একজন কবি ও কথাসাহিত্যিক হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ কৃষ্ণ মেঘের কাব্য, যৎ কিঞ্চিত ও জল তৃষ্ণায় কাঁদে জলজ শরীর।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করায় মোঃ আলতাফ হোসেনকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!