খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি

সাতক্ষীরা প্রতিনিধি

‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৮ মার্চ) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে মুক্তিযুদ্ধ, মুজিববর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ বিষয়ক এই সভার আয়োজন করে।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎন্সা আরা, মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক এ.কে.এম শফিউল আযম, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎন্সা দত্ত, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, নারীরা মায়ের জাত। ইসলাম ধর্মে মহান আল্লাহ তায়ালা নারীদের অনেক সম্মান দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের অনেক মর্যাদা ও সম্মানের স্থানে বসিয়েছেন। শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে ও বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে দেশে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

আর্ন্তজাতিক নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভায় জেলার ৬১টি সংগঠন অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

এদিকে আর্ন্তজাতিক নারী উপলক্ষে জেলার শ্যামনগর বাস র্টামিনাল প্রাঙ্গণে গনচেতনা বাংলাদেশ এর আয়োজনে এবং স্বদেশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় বিভিন্ন শ্রেণীর নারী ও পুরুষের সম্বনয়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শ্যামনগর বাস র্টামিনাল হতে শুরু করে উপজেলা চত্তর হয়ে আবার বাস র্টামিনালে এসে শেষ হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!