খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

আর্জেন্টিনার একাদশে নেই মার্টিনেজ, অভিষেক নতুন গোলরক্ষকের

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচগুলোর ওপরেই ভরসা রাখতে হচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। বিশ্বকাপ জেতা এই কোচ আগেই বলেছিলেন এই ম্যাচকে ঘিরে তিনি বেশকিছু পরিবর্তন আনতে চান। সেটাই দেখা গেল ঘোষিত একাদশে।

আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজের। এই ম্যাচে বেঞ্চে থাকবেন বিশ্বকাপ মাতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩১ বছর বয়সী এই গোলরক্ষক খেলেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোফেনে।

এদিকে কোস্টারিকার বিপক্ষে রক্ষণভাগে দুই পরিবর্তন আনছেন কোচ স্কালোনি। পরিবর্তন আছে মধ্যমাঠ ও আক্রমণ ভাগেও। আগের ম্যাচে খেলা ডি পল ও পারাদেসকে বসিয়ে একাদশে জায়গা করে দেয়া হয়েছে ম্যাক অ্যালিস্টার ও গারনাচোকে। আর প্রথমবারের মতো জাতীয় দলে শুরুর একাদশে জায়গা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো।

আর আক্রমণে লাউতারো মার্টিনেজের বদলে একদশে জায়গা পেয়েছেন ম্যানসিটির তারকা জুলিয়ান আলভারেজ।

কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আনহেল ডি মারিয়া, জিভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো এবং হুলিয়ান আলভারেজ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!