খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
  খুলনাসহ ২৫ জেলার সব স্কুল-কলেজ আজ বন্ধ
  ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ৬৮

আম বাগানের শুয়োপোকার আক্রমণ, প্রতিকারের দাবিতে আম চাষীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মওসুম শুরুর আগেই আম গাছে শুয়োপোকার আক্রমণে দেখা দিয়েছে। হঠাৎ করে আম বাগানে শুয়োপোকার আক্রমণ ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার বেশীরভাগ আমবাগান।

চাষীরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় আমবাগানে ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ। বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষীরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধনের আয়োজন করেন জেলার ক্ষতিগ্রস্ত আম চাষীরা । এতে সভাপতিত্ব করেন আম চাষী মো. ইদ্রিস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, মৌসুম শুরুর আগেই জেলার প্রায় প্রতিটি আম বাগানের সুয়োপোকার আক্রমণ দেখা দিয়েছে। শুয়োপোকার এই আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আম চাষী আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!