খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

আবারও আসছে শৈত্যপ্রবাহ

গেজেট ডেস্ক

দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আরো দুই দিন পর আগামী শনিবার থেকে এ অবস্থার উন্নতি হবে। এরপর দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কমবে। আর শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হবে। আগামী শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না। এরই মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনিবার ও রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।’

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!