খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

আফগানিস্তানের কান্দাহারে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের শহর কান্দাহারে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২১ জন নিহত হয়েছে। প্রদেশটির এক হাসপাতালের ডাক্তার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

তালেবান সরকার বলছে, বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে শহরের একটি ব্যাংকের কাছে আত্মঘাতী এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তালেবান সরকার।

কোনো গ্রুপের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। আফগানিস্তানে চলতি বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ঘটনা।

বোমা বিস্ফোরণের ঘটনাটি এমন স্থানে ঘটেছে যেখানে ব্যাংকের একটি শাখা রয়েছে এবং ওই ব্যাংক থেকে আফগান সরকারের কর্মচারীরা বেতন সংগ্রহ করতেন। বোমা হামলায় ৫০ জনের অধিক আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিরওয়াইস হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অবস্থা গুরুত্বর।

কান্দাহার হলো তালেবানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখানে তালেবানের শীর্ষ কমান্ডারের ঘাঁটি রয়েছে। ২০২১ সালে বিদেশি সৈন্যদের পরাজিত করে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে ক্রমাগত দেশটির নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন হতে থাকে। তারপরও দেশটিতে প্রতিবছর কয়েকডজন বোমা হামলার ঘটনা ঘটেছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!