খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

আদিবাসী দিবসের আলোচনা সভায় নিজস্ব ভাষা-সংস্কৃতি রক্ষার দাবি মুন্ডা সংস্থার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আদিবাসী সম্প্রদায়ের ভাষা-সংস্কৃতি রক্ষা, আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক পরিবর্তন ঘটাতে শিক্ষার হার বৃদ্ধি, আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবী জানিয়েছেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নেতৃবৃন্দ। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ আগষ্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) নিজস্ব হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।

“ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উপলক্ষে সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আদিবাসীদের অতিত ইতিহাস, ঐতিহ্য ও স্থানীয় সমস্যা নিয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, ঈশ্বরীপুর যীশু নাম আশ্রমের মিশন প্রধান ফাদার লুইজি পাজ্জি।

সভায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ইতিহাস তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা। তিনি এসময় কতৃপক্ষের দৃষ্টি কামনা করে আদিবাসীদের কারিগরী শিক্ষার প্রসার ঘটানো, বাল্য বিবাহ বন্ধ, নব নেতৃত্বে অংশ গ্রহণ ও অন্যান্য দাবীসহ ৮ দফা দাবী পেশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ ইউপি সদস্য হরিদাশ হালদার, শিক্ষক রনজিৎ বর্মন, সিডিও পরিচালক গাজী আল ইমরান, কারিতাস কর্মকর্তা হরিদাশ মন্ডল, প্রভাষক দিপঙ্কর বিশ্বাস, বারসিক কর্মকর্তা মফিজুর রহমান, মুন্ডা নেত্রী চম্পা মুন্ডা, সুরধ্বনী মুন্ডা, সুব্রত মুন্ডা, স্বদেশ সাতক্ষীরার কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস, সামস কর্মকর্তা রাম প্রসাদ মুন্ডা, সঞ্জয় মাঝি, বাহা মনি মুন্ডা প্রমুখ।

তারা পদ মুন্ডার পরিচালনায় আলোচনা সভা শেষে সুন্দরবন আদিবাসী মুন্ডা সাংস্কৃতিক গোষ্ঠির উপস্থাপনায় মুন্ডা সম্প্রদায়ের ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে যুব মুন্ডাদের বাৎসরিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে শপথ গ্রহণ করানো হয়।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!