খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ খোলা থাকবে সরকারি অফিস
  মাদারীপুরের বাহেরচর কাতলায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারের বেশ কয়েকজন নিখোঁজ
  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ

আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে, বৃষ্টির সম্ভাবনা কতটুকু

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ওয়ানডেতে আজ (শনিবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি বাংলাদেশ দল। বিশ্রামে ছিল নিউজিল্যান্ড দলও।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচে (শনিবার) লড়বে টাইগাররা। তবে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সময়মতো এই ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে আছে শঙ্কা।

গত দুদিন ধরেই মিরপুরের আকাশে রোদ-মেঘের খেলা, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।

আইসিসির নিয়মানুযায়ী, ওয়ানডে ম্যাচে অন্তত ৪০ ওভার খেলা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে প্রতি দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে নিজ নিজ ইনিংসে। এর পর আশ্রয় নেওয়া যাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!