খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম
  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

আজ দিঘলিয়ার কৃতি সন্তান প্রফুল্লচন্দ্র সেনের ১২৫ তম জন্মবার্ষিকী

দিঘলিয়া প্রতিনিধি

পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ও খুলনার দিঘ‌লিয়ার কৃ‌তিসন্তান প্রফুল্লচন্দ্র সেনের ১২৫ তম জন্মবা‌র্ষিকী আজ। ১৮৯৭ সালের ১০ এপ্রিল প্রফুল্লচন্দ্র সেন খুলনা’র দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোপালচন্দ্র সেন। পিতার কর্মস্থান ভারতের বিহারে তার স্কুলজীবন কেটেছে। দেওঘরের আর কে মিত্র ইন্সটিটিউশন থেকে তিনি ম্যাট্রিক ও কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে ১৯১৮ সালে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন।

বাংলাদেশের খুলনা’র সেনহাটী গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি একজন ভারতীয় বাঙালী রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!