চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি বাদ দিয়ে বিকেএসপিতে ডিপিএলের ৫০ ওভারের ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ, তানজিম সাকিব, আফিফ ও তানভীর। অথচ আইপিএল থেকে মুস্তাফিজকে ডেকে আনা হচ্ছে মাঝপথে। বিশেষ সুবিধা দেয়ায় টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ধন্যবাদ দিয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।
সাকিবের বলে আউট সাকিব, জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান প্রথম তিন ম্যাচ না খেলে শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগ খেলবেন এটা সবাই জানে। কিন্তু জাতীয় দলের ক্যাম্প ছেড়ে কিভাবে আবাহনীর হয়ে খেলেছেন তানজিম সাকিব?
শুধু তানজিম সাকিব নন, জাতীয় দলের স্কোয়াডে থাকা আফিফ হোসেন ও তানভীর ইসলামও খেলেছেন আবাহনীর জন্য। চট্টগ্রাম ছেড়ে বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেললেন মাহমুদউল্লাহও।
জানা গেছে, টিম ম্যানেজম্যান্ট থেকে ছাড়পত্র নিয়ে খেলতে এসেছেন চার ক্রিকেটার। অথচ সোমবারও এ ব্যাপারে কিছু জানতেন না আবাহনী কোচ খালেদ মাহমুদ।
দুদিন বাদেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি। সামনে আছে বিশ্বকাপ। প্রশ্ন উঠছে, জাতীয় দলে ফোকাস না করে কেন ক্রিকেটারদের ওয়ার্কলোড বাড়িয়ে দেয়া হল?
আবার আইপিএল খেলা মুস্তাফিজের ক্ষেত্রে বিসিবির ভাবনা উল্টো। জাতীয় দলের জন্য ফিরিয়ে আনা হচ্ছে ফিজকে। অথচ টি-টোয়েন্টি সিরিজের আগে ৫০ ওভারের ম্যাচ খেলছে জাতীয় দলের চার ক্রিকেটার। কার স্বার্থে এমন অদ্ভূত সিদ্ধান্ত?
খুলনা গেজেট/এনএম