টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে ভালোই খেলছিলেন লঙ্কান ব্যাটাররা। মাঝখানে তাদের ব্যাটিংয়ে কিছুটা ছন্দপতন ঘটলেও অস্ট্রেরিয়ার সামনে শেষ পর্যন্ত একটি চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।
আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতে ম্যাচে শ্রীলঙ্কা ১৫৪ রান গড়ে। দলটির পক্ষে সর্বোচ্চ সংগ্রহ গড়েন কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা। দুজনেই ৩৫ রান করে নেন। আর ভানুকা রাজাপাকসে ২৬ বলে ৩৩ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন প্যাট কামিনস, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
এর আগে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে ১৬ ম্যাচ খেলেছে। দুই দল সমান ৮টি করে ম্যাচ জিতেছে।
চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে অবশ্য দুই দলই শুরু করেছে জয় দিয়ে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে। অস্ট্রেলিয়া ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।
খুলনা গেজেট/ এস আই