যশোরে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে শাহরিয়ার আজম আকাশ নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটক আকাশ সদর উপজেলার হামিদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ফেসবুক আইডিতে শিশুসহ বিভিন্ন ধরণের অসুস্থ মানুষের ছবি পোস্ট করে চিকিৎসা সাহায্য বাবদ টাকা হাতিয়ে নেয়া ছিল আকাশের মূল কাজ। যান্ত্রিক উপায়ে তার অবস্থান সম্পর্কে জেনে বুধবার বিকেলে তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের এসআই স্নেহাশিস দাস আকাশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। একই সাথে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় পুলিশ বলেছে, আটক আকাশ দীর্ঘদিন ভিন্ন ভিন্ন নামে ফেসবুক আইডি খুলে সেখানে শিশুসহ বিভিন্ন অসুস্থ্য রোগীর ছবি পোস্ট করতেন। পাশাপাশি ওই রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানাতেন। বিষয়টি স্থানীয়ভাবে জানতে পেরে গোপনে এবং সরাসরি পিবিআই তদন্ত শুরু করে। এছাড়া যান্ত্রিক উপায়েও আকাশের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয় পুলিশ।
গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তার অবস্থান জানতে পেরে পিবিআই’র এসআই স্নেহাশিস দাসের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার আলমনগর গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের তার ফুফু বাড়ি থেকে আকাশকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/ এস আই