খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

অমর একুশের ভাবনা

আবদুস সালাম খান পাঠান

যে শব্দমালা, বর্ণমালা উচ্চারণে মধুর স্বরে মিশে আছে,
অনেক বাসনা আবেগ -,
সে যে, আমার মুখের বুলি, মায়ের ভাষা, মাতৃভাষা!
বাংলা ভাষা আমার হৃদয় নিংড়ানো, ভালোবাসার
সবুজ প্রকৃতি প্রেম-বন্দনা। মনোরম বসন্তের উষ্ণ হৃদয়াবেগ,
‘- লাল শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া রঙে ঐশ্বর্যভরা –
বনানী, ফলে, ফুলে গন্ধভরা অরণ্য শোভা, নতুন প্রত্যাশা,
– নতুন প্রেরণা।
প্রাচীন চর্যাগীতি, পদাবলী, উপাখ্যানে, সমৃদ্ধ কাহিনী –
– কাব্যে, পুঁথি সাহিত্যে নতুন ব্যঞ্জনায় নতুন অনুরণন।
বাংলা ছন্দ সুষমায় বিমুগ্ধ প্রাণের কতো আকুতি,
– মায়াবী শব্দের ভুবনে; বাংলা ভাষার প্রেম, কতো
ভালোবাসা উন্মেষ! উপন্যাসে জীবনবোধ, শেষ নিঃশ্বেষ।

অমর একুশে নতুন প্রহর, রাজপথে আঁকা নতুন
আলপনা, ভাষা শহীদের শ্রদ্ধায় অশ্রুবন্যায়, –
পুষ্পঢালা-খুঁজে সুখ; ছন্দোময় জীবনের অতৃপ্ত বাসনা।
পাখির কন্ঠে মিশে সুরে সুরে বাংলা শব্দিল
রূপক ব্যঞ্জনায় জীবন তরঙ্গের – আবহ। প্রানোচ্ছল
শব্দে, অনাবিল কবিতা, ছন্দের গতিময় মূর্চ্ছনা।
যে শব্দের কথামালায়, বাক্যে জাগ্রত আমার
শৈশবের সোহাগ, আদর দিন যাপন। পিতৃ
“মাতৃস্নেহের পরশ, অনন্য সুখে হৃদয় ভুলে
জীবনের সকল দুঃখ বেদনা। – বাংলা শব্দ অধুনা।
বাংলা শব্দের ভুবনে আমার নিত্য বিচরণ
ছন্দোময় কাব্য-সাধনা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!