নওয়াপাড়া পৌর সভার ১নং পৌর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ আলীপুর -নদীর পাশ এ,আর সিমেন্ট মিলস্ পযর্ন্ত প্রায় ১কিলোমিটার রাস্তাটি সংস্থারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৬ আগষ্ট রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী,মো.পিয়ার আলী,দলিল লেখক বিকাশ কুন্ডু,ব্যবসায়ী তরুন কুন্ডু,ব্যাংকার শিশির কুন্ডু, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, শাহাবুদ্দীন মোড়ল,আজিজুর রহমান,নুর ইসলাম , গৃহীনি নাজমা খাতুন,মর্জিনা বেগম,জোৎস্না খাতুন শিশু শিক্ষার্থী সুমাইয়া ও নাহিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে আসা এলাকাবাসী বলেন, বর্ষা মৌসুমে আমাদের এ রাস্তা দিয়ে চলাচল খুব কষ্টকর হয়ে যায়, কাদা ও পানির বড় বড় গর্তের ভয়ে ভালো কোন জামা কাপড় পরে বাহির হওয়া যায় না।গুরুত্বপূর্ণ এ রাস্তাটি মনে হয় সরকারের ম্যাপে আছে কিনা তা আমাদের ভাবিয়ে তোলে। ডিজিটালের যুগে এ ধরনের রাস্তা কোথাও আছে কি না আমরা জানিনা। বর্ষায় যেমনি চলাচলে কষ্ট, তেমনি শুকনো মৌসুমে ধুলাবালির কারনে ঘরে টিকা যায় না।
সরে জমিনে দেখাগেছে, দির্ঘদিন ধরে সংস্থারের অভাবে রাস্তায় সৃষ্টি হয়েছে বড়বড় গর্ত।তাই প্রায় এ রাস্তায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এ ওয়ার্ডের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম প্রায় ১কিলোমিটার রাস্তার দু-পাশে প্রায় ৪শ পরিবার বসবাস করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ ২৫-৩০বছর ধরে এ রাস্তায় উন্নয়নের কোন ছোয়াতো লাগেনি বরং রাস্তাটি দিয়ে দশ চাকার ট্রাক ও ভারী যানবাহন হরহামেশায় চলতে থাকে, রাস্তাটির দুপাশে ও নদীর কোলঘেসে ১০টির মতো সার, কয়লা,সিমেন্ট সহ বিভিন্ন ধরনের ফাক্টরী আছে। সেই সুবাদে সার্বক্ষণিক এ রাস্তা দিয়ে সকাল থেকে গভীর রাত পযর্ন্ত ট্রাক, লোড-আনলোডের জন্য যাতায়াত, চাকুরীজীবি, ব্যবসায়ী,স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ ৩থেকে ৪গ্রামের সহস্রাধিক লোকজনের যাওয়া- আসা। রাস্তাটি সংস্থারের দাবিতে এলকাবাসী সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে রাস্তাটি সংস্থার ও উন্নয়নের দাবিতে আবেদন করেছে বলেও জানান। মানববন্ধনে আসা উপস্থিত এলাকাবাসী দ্রুত রাস্তাটির দুপাশে ড্রেনের ব্যবস্থা ও পিচ করনের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট পৌর ওয়ার্ড কাউন্সিল তানভির হোসেন তানু বলেন আমি নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডে বিভিন্ন ধরনের উন্নয়ন করে যাচ্ছি, পর্যায়ক্রমে এ রাস্তাটিও হবে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল