অভয়নগর উপজেলার তিনটি ক্লিনিককে ১লাখ ৫৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ অদালত। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায় র্যাব ও উপজেলা প্রশাসনের দু’টি দল।
এসময়, নওয়াপাড়ার ফাতেমা (প্রা:) ক্লিনিকে অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা করা হয়। পরে এলবি হাসপাতালে ৫ হাজার টাকা, আরোগ্য সদন (প্রা:) হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, র্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলীমুর রাজিব।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ও র্যাব-৬ এর এএসপি মো. ফয়সাল তানভীর জানান, আজ দিনব্যাপী মেডিকেল প্র্যাকটিশিয়ান ও ভোক্তা সংস্কার আইনে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের কথা শুনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারটির মূল গেটে তালা লাগিয়ে কর্মকর্তারা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খুলনা গেজেট/ টিএ