অভয়নগরে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ২ ড্রাইভার গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া রাজঘাট এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটির দিকে যশোর-খুলনা মহাসড়ক রাজঘাট নামক স্থানে যশোর গামী ঢাকা মেট্রো-ট ১৬-০৩৭০ ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০২৩০ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহতদের অগ্নি নির্বাপক কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সংঘর্ষে দু’ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতরা হলেন, খুলনা মেট্রো-শ ১১-০২৩০ ট্রাকের ড্রাইভার আজিম হোসেন (২৫) মোংলা এলাকার আশরাফ আলির ছেলে ও খায়রুল ইসলাম (৩৫) ঢাকা মেট্রো-ট ১৬-০৩৭০ ট্রাকের ড্রাইভার নওগা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। এসময় যশোর খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক দুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজাতে আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাক ড্রাইভার খায়রুল ইসলাম গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতবেগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনা স্থলে ছুটে আসে।
খুলনা গেজেট/এনএম