খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

অভয়নগরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় থানায় মামলা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিহত যুবলীগ নেতার বোন লিলি বেগম বাদী হয়ে  আসামি ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, মাদক ব্যবসায়ী  ও হত্যা মামলার আসামি শাহিন ফারাজী, কেএম আলী, রাসেল মিনেসহ ১০জন অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে হেঁটে তরফদার পাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন যুবলীগ নেতা মুরাদ। বাড়ির অদূরে কবরস্থানের কাছে পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা তার একটি হাত ও পা বিচ্ছিন্ন করে দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে ভুঁড়ি বের করে ফেলে। চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দিন স্থানীয় আওয়ামী যুবলীগের নেতৃত্বে লাশ নিয়ে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সেখানে হত্যার বিচারসহ আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়।  নিহত মুরাদ হোসেন উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাহাবুল ইসলামের ছেলে।  মৃত্যুর আগে ৫ খুনির নাম বলে গেছেন যুবলীগ নেতা মুরাদ। পরে এ ঘটনা বাদী হয়ে  নিহত মুরাদের বোন লিলি বেগম মামলা করেন।

নিহতের বোন লিলি বেগম জানান, অভয়নগরে হত্যার শিকার যুবলীগ নেতা মুরাদ হোসেন (৩০) মৃত্যুর আগে ৫ খুনির নাম বলে গেছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মুরাদের ছোট ভাই ফরহাদ রেজা জানান, তার ভাই মৃত্যুর আগে খুনিদের নাম বলে গেছে। তার ভাইকে পৌর কাউন্সিলর সালাম শেখের নেতৃত্বে শাহীন ফরাজি, আলী, রাসেলসহ ১০ থেকে ১২ হামলা চালিয়ে হত্যা করে। তার দাবি রাজনৈতিক কারণেই মুরাদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

মুরাদের পিতা সাহাবুল ইসলাম বলেন, আমার বড় ছেলে মুরাদ হোসেনের সঙ্গে রাজনীতি নিয়ে পৌর কাউন্সিলর সালাম শেখের বিরোধ ছিল। মুরাদ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হয় সে মেনে নিতে পারিনি। মারা যাওয়ার আগে আমার ছেলে সালাম শেখসহ কয়েক জনের নাম বলে গেছে। সাহাবুল ইসলাম আরও বলেন, ওই খুনিরা এর আগেও এলাকার কয়েকজনকে মারধর ও হত্যায় জড়িত। বিশেষ করে পৌর কাউন্সিলর সালাম শেখ এসব কারণে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।  মুরাদ হোসেনের সঙ্গে এলাকার একটি পক্ষের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে দুপক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে মুরাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর মুরাদ হোসেন দুই ঘণ্টার মতো বেঁচে ছিলেন। এসময় তিনি হত্যায় জড়িত কয়েকজনের নাম বলে গেছেন। আমরা ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!