অভয়নগরে ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়ার্কস ইন যশোরের আওতায় মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সিটিসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান নাদির মোল্যার সভাপতিত্বে এ মিটিং অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী বেগ সোনা, অভয়নগর ব্র্যাকের কর্মকর্তা শফিকুল ইসলাম, মাঠ কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক কামরুল হাসান, ইউপি সদস্য আক্তার হোসেন কুমকুম, সমর বাওয়ালী, মশিউর রহমান, মারুফ হোসেন তুহিন, রাজু আহম্মেদ, নিজাম উদ্দিন, রেনু বেগম, শিক্ষক মোস্তাফিজুর রহমান, ম্যারেজ রেজিস্টার শাহাজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। পাচার হওয়ার পর যারা দেশে ফিরে আসছে তাদের আইনগত ও আর্থিক সহায়তা প্রদান করছে ব্র্যাক।
খুলনা গেজেট/কেএম