গত নির্বাচনে জয়ী হওয়ার পর আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনের পর প্রথম বার্ষিক সাধারণ সভাতে (এজিএম) সেই কথা রেখেছেন বিসিবিপ্রধান। এবারের এজিএমে স্বীকৃতি পেয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা।
আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ২০২১ সালের নির্বাচনের পর আজ প্রথমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এ সভা। এজিএমে কাউন্সিলরদের মাধ্যমে অনুমোদিত হয় আঞ্চলিক ক্রিকেট সংস্থা।
এজিএম শেষে সংবাদ সম্মেলনে খবরটি নিশ্চিত করেছেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, আগামী বোর্ড সভার আগেই আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।
যেসব বিভাগ থেকে একজন বোর্ড পরিচালক আছেন সেখানকার কমিটিতে থাকবেন ১১ জন সদস্য। আর দুইজন করে বোর্ড পরিচালক যে বিভাগে, সেখানকার কমিটি হবে ১৭ সদস্যের। প্রথম ধাপে বিসিবির মনোনীত সদস্যরা কমিটিতে থাকবেন। পরবর্তীতে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বিসিবিপ্রধান।
নাজমুল হাসান বলেন, ‘গঠনতন্ত্র সংশোধনে যা ছিল সেগুলো আমরা পেশ করেছিলাম, সবগুলোই সর্বসম্মতিক্রমে আমাদের এজিএমে পাশ হয়েছে। ‘গঠনতন্ত্র সংশোধনের মধ্যে একটা ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, সেটা আজকে হয়ে গেলো। আঞ্চলিক ক্রিকেট সংস্থা করতে এখন আর বাধা রইলো না।’
বোর্ড সভাপতি আরো বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রভাব অনেক সুদূরপ্রসারী। আগে সুপারভিশন হতো ঢাকা থেকে, যেটাতে কোন লাভ হতো না। এখন যে যার যার বিভাগ দেখবে। সেখান থেকেই চলবে।’
খুলনা গেজেট / আ হ আ