খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু

অবশেষে বিয়ের পিঁড়িতে সেই ইউপি সদস্য

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় কৃষ্ণনগর গ্রামে পরকিয়ার প্রেমের জেরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইউপি সদস্য অমিতেষ ওরফে মিলন বালা। ৪ বছর পরকিয়া প্রেমের জেরে বিয়ের দাবিতে বুধবার এক সন্তানের জননী প্রেমিকা সুধা মন্ডল ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করে। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে বিয়ের পিড়িতে বসে এক ফ্রেমে আবদ্ধ হন।

এলাকাবাসী জানায়, ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অমিতেষ ওরফে মিলন বালা। এক কন্যা (১১) সন্তানের পিতা। তিনি রঘুনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য। একই গ্রামের কৃষ্ণপদ মন্ডলের এক সন্তানের জননী সুধা মন্ডলের সাথে অমিতোষ পরকিয়ায় জড়িয়ে পড়ে। প্রেমিকা সুধা মন্ডলের স্বামী চার বছর আগে মারা যান। এক পর্যায়ে দৈহিক সম্পর্কে পরিণত হয় তাদের পরকিয়া। সুধা মন্ডল এ পরিস্থিতিতে মিলন বালাকে বিয়ের চাপ দিতে থাকলে মিলন বালা নানা তালবাহানা শুরু করে। যার প্রক্ষিতে বুধবার বিকেলে সুধা মন্ডল বিয়ের দাবিতে প্রেমিক মিলন মন্ডলের বাড়ি এসে অবস্থান নেন।

১৪ বছর আগে মিলন বালা যশোর জেলার মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামে বিয়ে করেন। তাদের সংসারে ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য আরতি মহাজন বলেন, মিলনের স্ত্রী দীর্ঘদিন এখানে থাকেন না। গতকাল সুধাকে মিলন বাড়িতে আসতে বলেছে। তাদের সম্পর্কের জের ধরে শান্তিপূর্ণভাবে রাতে বিয়ে দেয়া হয়েছে। পরিবারের সবাই মেনে নিয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!