এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। ইনজুরির কারণে দলটির তারকা ক্রিকেটার ছিটকে গেছেন চলমান এশিয়া কাপ থেকে।
জানা যায়, কাঁধের চোটের কারণে এশিয়া কাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ। তার জায়গায় এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে জামান খানকে। চোটাক্রান্ত আরেক পেসার হারিস রউফকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, নাসিমের জায়গায় সুযোগ পাওয়া জামান এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতানো জামান সর্বশেষ হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত বা টাই হলে, রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লঙ্কানদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।
খুলনা গেজেট/এনএম