খুলনায় ৫৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে লবণচরা থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো, পটুয়াখালীর বাউফল থানার কেশবপুর গ্রামের মৃত: জয়নাল গাজীর ছেলে অলি গাজী (৩৯) এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার উত্তর রাঙ্গাবালী গ্রামের মৃত: সেকেন্দার আলীর ছেলে মোঃ স্বপন (৪১)। আটক হয়য় আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে
বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ