খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

৪ মাস শূন্য থাকার পর ফুলতলা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ফারজানা নিশা

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪ মাস শূন্য থাকার পর অস্থায়ীভাবে খুলনার ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশাকে। মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ মিলানায়তনে পরিষদের সচিব মোঃ সেলিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে দেন।

৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গত বছরের ২৯ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করেন আলহাজ্ব শেখ আকরাম হোসেন। পদত্যাগ পত্র গৃহীত হওয়ার পর ওই দিন থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। আলহাজ্ব শেখ আকরাম হোসেন উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা সংশোধন আইন ২০১১)এর ধারা ১২(১) ধারা অনুযায়ী তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং একই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার পদত্যাগ পত্র গৃহীত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা শাখা-১ ‘র সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ১৮ মার্চ স্বক্ষরিত এক আদেশে ফুলতলা উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশাকে অস্থায়ীভাবে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন।একই সঙ্গে তাকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

অস্থায়ীভাবে মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশার চেয়ারম্যান হিসেসে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মু্িক্তযোদ্ধা আবু জাফর, রাজিব ভুইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপের পরিচালক মোঃ জহিরউদ্দিন রাজিব ভূইয়া(সিআইপি), উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ফুলতলা ইউপি চেয়ারম্যান আবুল বাশার, জামিরা ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, ইউপি সদস্য কবির হোসেন, নবকুমার, আব্দুল আজিজ, সাত্তার মামুন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!