খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

২০ দিন পর তুহিন-বাপ্পীসহ বিএনপির ৫৩ নেতাকর্মী কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী। রবিবার বিকেলে তারা কারামুক্ত হলে বিএনপি এবং অংগ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী জেল গেটে ফুলেল শুভেচছায় তাদেরকে বরণ করে নেন। এরপর এক বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বিএনপি নেতারা জানান, পুলিশের দায়ের করা নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক আইনের মামলায় গত ২৫ জানুয়ারী আদালতে আত্মসমর্পন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ৬ ফেব্রæয়ারী উচ্চ আদালত থেকে তাদের জামিন মঞ্জুর হয়। আজ জামিনের কাগজ কারাগারে পৌঁছালে বিকেলে একে একে তারা বের হয়ে আসেন। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে খুলনার বিভিন্ন থানায় পুলিশ নাশকতা সহিংসতা পরিকল্পনার ‘গায়েবী’ মামলা দায়ের করে। এর মধ্যে খুলনা সদর, সোনাডাঙ্গা ও লবনচরা থানার তিন মামলায় তারা কারাগারে যান।

জামিনে মুক্তি প্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন মহানগর যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, মহানগর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, মো: জামালউদ্দিন, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, কাজী শফিকুল ইসলাম শফি, শেখ ফারুক হোসেন, মাসুদ খান বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ছাত্রদল মহানগর আহবায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, সেচ্ছাসেবক দলের সদর থানা আহবায়ক খায়রুজ্জামান সজীব, যুবদলের মাহমুদ হাসান বিপ্লব, সিনিয়র বিএনপি নেতা মো: জালু মিয়া, শহীদ খান, নূর আলম নুরু, মো: নাসিম সহ ৫৩ জন।

এদিকে কারামুক্তির পর সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, দীর্ঘ ২০ দিন আইনী লড়াই চালিয়ে আমরা সহযোদ্ধাদের মুক্ত করেছি। এরমধ্যে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে। তিনি বলেন, শিগগিরই সরকার পতনের এক দফায় কঠোর আন্দোলন আসছে। আমাদেরকে শপথ নিতে হবে, এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না।

এ সময় জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, মেজবাউল আলম, এনামুল হক সজল, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, মোমরেজুল ইসলাম, হাফিজুর রহমান মনি, বেগ তানভিরুল আযম, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওনসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!