খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

১৭ অক্টোবর আ’লীগের স্মরণ সভা, দোয়া ও বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর জননেতা আবদুল মালেক উকিলের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ অক্টোবর বিকেল ৪ টায় দলীয় কার্যালয় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় সকল কাউন্সিলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

অপরদিকে শারদীয় দূর্গোৎসবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশের মাধ্যমে উদযাপন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর শনিবার বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের দলীয় নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!