খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
অনুর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ

১৬৩ রানের টার্গেটে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-১৯ দলের দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার এক উইকেট হারিয়ে ৭ রানে রিজার্ভ ডেতে গড়ায় ম্যাচ। আজ আবারও শুরু হয় দ্বিতীয় ওভার থেকে। কিন্ত ২৩ ওভারে ১১৩ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে লড়ছেন রাফি ও বর্ষন। রাফি ১৮ বলে ৩০ এবং বর্ষন ৬ বলে ৭ রানে অপরাজিত রয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময় সকাল ৯টায় খেলা শুরু হয়নি। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে খেলা শুরু হয়।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি হেলহুয়ান দ্রে প্রিটোরিয়াস ও জোনাথন ফন জাইল দুর্দান্ত খেলছিলেন। তবে এই জুটিতে জোড়া আঘাত হানে বাংলাদেশের রাফিউজ্জামান রাফি। খেলার ১৩.১ ওভারে ৫৯ রানে দক্ষিণ আফ্রিকার ওপেনার হেলহুয়ান দ্রে প্রিটোরিয়াসকে বোল্ড করে। পরের বলে অধিনায়ক ডেভিড টিগার এক রান নেয়। ওভারের তৃতীয় বলে রাফির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন আরেক ওপেনার জোনাথন ফন জাইল। প্রিটোরিয়াস ৩৭ বলে ২৫ রান এবং জোনাথন ফন জাইল ৪৩ বলে ৩১ রান করেন। দুই ওপেনারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপে পড়ে। ম্যাচ চলাকালে দফায় দফায় বৃষ্টির কারণে ওভার কমানো হয়। দক্ষিণ আফ্রিকা ২৯ ওভার ব্যাটিং করে।

২৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে সফরকারীরা। বৃষ্টি আইন অনুযায়ী বাংলাদেশকে ২৯ ওভারে ১৬৩ রানের টার্গেট দেয় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৭ রান করে অধিনায়ক ডেভিড টিগার। এছাড়া রিচার্ড সেলেটেসোয়েন করেন ২০ রান।

বাংলাদেশের হয়ে রাফিউজ্জামান রাফি সর্বোচ্চ ৩টি উইকেট সংগ্রহ করেছে। এছাড়া বর্ষন ও ইমন দুটি করে এবং রাব্বি একটি উইকেট সংগ্রহ করেন।

সূচি অনুযায়ী, ৬, ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান, রোহানাত দৌলাহ বর্ষণ ও ইকবাল হোসাইন ইমন।

দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল: লুহুয়ান দ্রে গিলবার্ট প্রিটোরিয়াস, জোনাথন ফন জাইল, লিয়াম এল্ডার, জুয়ান জেমস, ডেয়ান মারাইস, রোমাশান সোমা পিল্লে, ডেভিড টিগার, রিচার্ড সেলেটেসোয়েন, ত্রিস্টান লাস, কেওয়ানা মাফাকা, বেনজামিন ম্যানুয়াল হ্যানসেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!