সড়ক দুর্ঘটনায় আহত ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জামিরা ইউনিয়নের আহবায়ক পিপরাইল নিবাসী হারুন অর রশিদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১২ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া ১নং ধামালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক বি এম জহুরুল হক জানান, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জামিরা ইউনিয়নের আহবায়ক পিপরাইল নিবাসী হারুন অর রশিদ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।