করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার কেশবপুর পৌর শহরে বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল্লাহ হোসেনকে ২০০ টাকা, ওজিয়ার রহমানকে ২০০ টাকা, শাহাদাৎ হোসেনকে ৫০০টাকা, মাসুম বিল্লাহকে ২০০টাকা, অনুপ সেনকে ২০০ টাকা, শামীম হোসেনকে ২০০ টাকা ও মিঠু হোসেনকে ৫০০টাকা জরিমান করা হয়। সর্বমোট ৮ টি মামলার বিপরীতে দুই হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
খুলনা গেজেট/কেএম