খুলনা, বাংলাদেশ | ৯ আশ্বিন, ১৪৩০ | ২৪ সেপ্টেম্বর, ২০২৩

Breaking News

  ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ
  ১০ হাজার আন্তর্জাতিক রানের কীর্তি রিয়াদের
  ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুদ্ধ জাহাজ উন্মুক্ত করলো নৌ বাহিনী ও কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ। কপোতাক্ষ ও কামরুজ্জামান’। এছাড়া উপজেলা প্রশাসনও আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন করে।

রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বা নৌ যা কপোতক্ষ ও কোস্টগার্ডের কামরুজ্জামান নামে যুদ্ধ জাহাজ দুটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী বিএনএস কপোতাক্ষ ও বিসিজিএস কামরুজ্জামান জাহাজ দুটি। কোস্টগার্ড পশ্চিম জোন ও দ্বিগরাজ নৌঘাটিতে মনোরম পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্নহারা বিভিন্ন প্রন্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের প্রথম সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ, স্বাধীনতার শ্বেত পায়রা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!